সিলেটটুডে ডেস্ক

২৭ মে, ২০২৩ ১৬:৩৬

লিডিং ইউনিভার্সিটিতে একাডেমিক রাইটিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে একাডেমিক রাইটিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে অ্যাকাডেমিক রাইটিং-এর গুরুত্ব ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জেরিন আলম।

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুমপা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসেইন আল মামুন।

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক জেরিন তাসনিম এলাহির সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত