শাবিপ্রবি প্রতিনিধি

০২ জুন, ২০২৩ ০০:৪৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্যের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের সঙ্গে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাজিব মোহন পন্থের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

মতবিনিময়কালে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “আসাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কৃতিত্ব, গবেষণায় অবদান এবং ব্যতিক্রমী প্রতিভা লালন-পালনের জন্য একটি দুর্দান্ত খ্যাতি রয়েছে। আজ আমাদের ক্যাম্পাসে আপনাদের অন্তর্দৃষ্টি ও দক্ষতায় সমৃদ্ধ উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা রাষ্ট্রীয় সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা সাংস্কৃতিক শিক্ষা, আন্তঃবিভাগীয় গবেষণা এবং বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে।

তিনি বলেন, “আমরা পরিবেশ, অভিন্ন নদ-নদী, খনিজ ও প্রাকৃতিক সম্পদ, সীমান্ত ইস্যু, নৃগোষ্ঠী, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন অভিন্ন বিষয়ে গবেষণাকর্ম পরিচালনায় যৌথ প্রয়াস চালাতে পারি।” ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাজিব মোহন পন্থ বলেন, “মেট্রোপলিটন ইউনিভার্সিটির মনোরম পরিবেশে আসতে পেরে আমরা আনন্দিত। এই ইউনিভার্সিটির গবেষণাবান্ধব প্রতিশ্রুতি ও কার্যক্রম আশার বাণী জাগ্রত করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সফর বিনিময় সমন্বিত জ্ঞানলাভে সহায়ক হনে। আমরা সকলেই সেটাকে উৎসাহিত করব। তিনি উপাচার্যের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে আসাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সফর বিনিময়ের উদ্যোগ তরান্বিত করার আহ্বান জানান। মত বিনিময় সভা শেষে প্রতিনিধি দল মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

প্রতিনিধি দলের মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. করবী দত্ত চৌধুরী, অধ্যাপক ড. মানবেন্দ্র দত্ত চৌধুরী, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. পিযুষ পান্ডে, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গঙাভূষণ, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দিপেন্দু দাস, রেজিস্ট্রার ড. প্রদোষ কিরণ নাথ উপস্থিত ছিলেন।

অন্যদিকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক শিবপ্রসাদ সেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির পরিচালক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, ব্যবসা অনুষদের ডিন ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সুরজিৎ সিনহা, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. রমা ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক ও আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রাজিব মোহন পন্থ উভয়েই শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমযোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে একমত পোষণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত