শাবিপ্রবি প্রতিনিধি

০২ মার্চ, ২০২৪ ০০:১৯

এপিএর মূল চালিকাশক্তি কর্মকর্তারা: শাবিপ্রবি উপাচার্য

কর্মকর্তাদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল চালিকাশক্তি বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শুক্রবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুই দিনব্যাপী শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শুদ্ধাচার সঠিক সময়ে সঠিক কাজটি করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আজকে উপস্থিত কর্মকর্তারা আমাদের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির অন্যতম চালিকাশক্তি। আপনাদের কাজের দক্ষতার উপরই আমাদের সফলতা নির্ভর করছে। কাজের ক্ষেত্রে অবহেলা মেনে নেওয়া হবে না। সকলকে সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। অল্প কিছু দিনের মধ্যে অফিসে ডিজিটাল এটেনড্যান্স সিস্টেম চালু করা হবে।

কর্মশালায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এবং এপিএ এর ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান। এই কর্মশালায় বিভিন্ন দপ্তরের ৭০ জনের অধিক কর্মকর্তা অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত