০৪ জুলাই, ২০২৪ ১৭:৫২
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পূণর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। কোটা ব্যবস্থা বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বৃহস্পতিবার (০৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে ‘কোটা না মেধা?, মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’, ‘মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান’, ‘মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানে না’, মেধা আমার আসন আমার, চাকরি কেন কোটার খামার’, ‘চলছে দাবি চলবে কোটার শিকড় জ্বলবে’ এমন নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।
মিছিল শেষে প্রধানফটকে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় আন্দোলনকারীরা তাদের দাবি তুলে ধরেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সময়ের প্রয়োজনে দেশে বিভিন্ন সময় গড়ে ওঠা আন্দোলনে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলন সফল করতে হয়। হাইকোর্ট কর্তৃক কোটা পূণর্বহালের সিদ্ধান্তকে নিন্দা জানায়। ২০১৮ সালের পরিপত্র বহাল করা না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
আপনার মন্তব্য