০৮ আগস্ট, ২০২৪ ২২:৪৯
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রক্টর ও হল প্রভোস্টসহ ছয় কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদিকে উপাচার্য (ভিসি) অধ্যাপক জামাল উদ্দিন ভুঞা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিতে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক সিদ্দিকুল ইসলামের কাছে ওই ছয় কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও আওয়া লীগ সরকারের পতনের পর নানা অনিয়ামের ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সিদ্দিকুল ইসলাম বলেন, আমি ছুটিতে আছি। প্রক্টর ও হল প্রভোস্টসহ ছয় কর্মকর্তা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ করা ছয় কর্মকর্তা হলেন- প্রক্টর অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ, আইসিটি বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, শাহ এএমএস কিবরিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, নিরাপত্তা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ড. শামীমা নাসরিন ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. বাশিরউদ্দিন।
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, বুধবার ক্যাম্পাস ছেড়েছেন উপাচার্য অধ্যাপক জামাল উদ্দিন ভুঞা। সরকার পতনের দুইদিন পর তিনি পালিয়ে যান।
তিনি আরও জানান, অধ্যাপক জামাল উদ্দিন শুরুতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে আওয়ামী লীগের সময় বদলে যান। গত বছর উপাচার্য হিসেবে নিয়োগও পান তিনি।
আপনার মন্তব্য