১১ আগস্ট, ২০২৪ ২০:৪৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) একটি কক্ষ দখল করার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। টিএসসির সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘স্লোগান ৭১’ এর বরাদ্দ পাওয়া কক্ষটি দখল করে আত্মপ্রকাশ করে ‘ইনকিলাব ২৪’ নামের সংগঠনটি।
গত মঙ্গলবার (৭ আগস্ট) এই রুমটি তারা দখল করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারভুক্ত সংগঠনগুলোই কেবল টিএসসিতে রুম পেয়ে থাকে। তবে ‘ইনকিলাব ২৪’ নামে কোনও সংগঠন টিএসসিতে নিবন্ধিত নেই বলে নিশ্চিত করেছেন টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে। এতদিন এ সংগঠনগুলোর বেশিরভাগ নিয়ন্ত্রণ করতেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা।
গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনার পর শিক্ষার্থীদের ওপর হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে টিএসসির সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃত্বে থাকা ছাত্রলীগ নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করে সংগঠনগুলো।
সংশ্লিষ্টরা জানান, গত ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট দুপুরে ‘স্লোগান ৭১’ এর কক্ষ দখল করা হয়। এরপর থেকে রুমটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিভিন্ন নেতারা নিয়মিত আড্ডার স্থানে পরিণত হয়েছে।
গত ৯ আগস্ট রাতে ‘ইনকিলাব ২৪’ এর সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনের এক সহসমন্বয়কের জন্মদিনও পালন করা হয় এই কক্ষে। এসময় গণতান্ত্রিক ছাত্রশক্তির আহআয়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ ও হাসিব আল ইসলামকে উপস্থিত ছিলেন।
এ বিষয় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব আবদুল বাকের মজুমদার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমার কাছে তথ্য নেই। আমি কনফার্ম হয়ে জানাবো।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কক্ষ দখল করে আত্মপ্রকাশ করা ‘ইনকিলাব ২৪’ এর কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে নিবন্ধিত অন্যান্য সংগঠন। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।টিএসসির অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ওই কক্ষে যান। এরপর ‘ইনকিলাব ২৪’ এর কক্ষে থাকা ব্যক্তিরা ৩০ মিনিট সময় চান। এসময় অতিবাহিত হওয়ার পর আবার আলোচনার জন্য সেখানে যান টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এসময় ‘ইনকিলাব ২৪’ এর সদস্যদের সঙ্গে অন্য সংগঠনগুলোর সদস্যদের মধ্য বাকবিতণ্ডা ও হট্টগোল সৃষ্টি হয়।
টিএসসির অন্য সংগঠনগুলোর সদস্যদের ভাষ্যমতে, টিএসসির সংগঠনগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কক্ষ বরাদ্দ দেয়। টিএসসির অনেকগুলো সংগঠন রয়েছে যারা দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করেও কক্ষ বরাদ্দ পায়নি। কারণ টিএসসিতে কক্ষ সংকট রয়েছে। তাদের রেখে হুট করে কোনও অনিবন্ধিত ও ভুঁইফোড় সংগঠন কক্ষ দখল করবে সেটি কোনোভাবেই মেনে নেয়া হবে না।
এদিকে বাগবিতণ্ডার এক পর্যায়ে ‘ইনকিলাব ২৪’ এর সংগঠক আল মাহমুদ মেহেদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে বলেন, টিএসসিতে বিভিন্ন দলীয় রাজনীতিকরণের একটা চেষ্টা চলছে। এছাড়া বিভিন্ন এলাকায় যে সামাজিক সমস্যা নিয়ে মানুষ আমাদের কাছে আসছে। সে হিসেবে টিএসসির সার্বিক নিরাপত্তার জন্য এবং সামাজিক সমস্যাগুলো যেন আমরা বৈষোম্যবিরোধী ছাত্র আন্দোলন সমাধান করতে পারি তাই কক্ষটি নিয়েছি।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, আমরা অবৈধভাবে আছি। আমরা লিগ্যাল প্রক্রিয়ায় যাচ্ছি।
এসময় শিক্ষার্থীরা বলেন, আগে তা করে আসেন। ততক্ষণ পর্যন্ত এই রুম আপনাদের না। বৈধ হওয়ার আগ পর্যন্ত রুম বন্ধ থাকবে। পরে শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং ‘ইনকিলাব-২৪’-কে রুম থেকে বের করে দেন তারা।
প্রসঙ্গত, ‘স্লোগান ৭১’ সংগঠনটির নেতাকর্মীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলন চলাকালে শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড সমর্থন দিয়ে বিবৃতিও দেয় সংগঠনটি।
সূত্র: বাংলা ট্রিবিউন।
আপনার মন্তব্য