শাবিপ্রবি প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৫ ১৫:০২

শাকসু দ্রুত বাস্তবায়ন চায় শাবিপ্রবি ছাত্রশিবির

ক্যাম্পাসের চলমান পরিস্থিতি ও সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির। এসময় শাকসু দ্রুত বাস্তবায়নের দাবি তুলেন তারা।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার ভবনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে শাকসুর দাবিতে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুততম সময়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) পুনর্গঠন ও বাস্তবায়নের উদ্যোগ নিক। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি বৈধ প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, শাকসু গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি, মতামত ও সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারবে, যা প্রশাসন ও ছাত্রসমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আর শাকসুর মাধ্যমে গড়ে উঠবে আমাদের ভবিষ্যত নেতৃত্ব।”

এছাড়া সংবাদ সম্মেলনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, গবেষণার পরিবেশ ও সুযোগ বৃদ্ধি, শাকসু দ্রুত বাস্তবায়ন করা, সহাবস্থানমূলক ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা, ছাত্রীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ-সুবিধা নিশ্চিত করা, প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বহিষ্কার ইস্যু ও বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ইত্যাদি বিষয়ে কিছু প্রস্তাবনা ও দাবি পেশ করেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত