
১৬ অক্টোবর, ২০২৫ ২২:৪৪
চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশকে সাম্রাজ্যবাদীদের ঘুঁটিতে পরিণত করছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দেওয়া ছাড়াও করিডোর, অস্ত্র কারখানা, স্টারলিংক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তিসহ নানা সাম্রাজ্যবাদী চক্রান্তে দেশকে জড়িয়ে ফেলছে। এই সাম্রাজ্যবাদী আগ্রাসন ও সরকারের নতজানু নীতির বিরুদ্ধে জনগণকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে জোট আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত মোকাবিলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন।
সভায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৭ অক্টোবর নৌপরিবহন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। একই দিন সারাদেশের সব জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুরূপ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, ইকবাল কবির জাহিদ, সাজ্জাদ জহির চন্দন, মোশরেফা মিশু, মাসুদ রানা, আব্দুল আলী, শুভ্রাংশু চক্রবর্ত্তী, ডা. মুশতাক হোসেন, হারুন অর রশীদ ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার তার এখতিয়ারের বাইরে গিয়ে সারাদেশের সচেতন মানুষ ও রাজনৈতিক মহলের মতকে উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে তুলে দিতে যাচ্ছে, যা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য চরম হুমকি।
আপনার মন্তব্য