বিয়ানীবাজার প্রতিনিধি

০৫ মার্চ, ২০১৬ ১৮:২৩

মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা-স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগÑবিদ্যুৎ, অবকাঠামো উন্নয়নসহ দেশের সামগ্রিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

‘বিদ্যুতের পেছনে এখন আর মানুষকে ছুটতে হবে না, বিদ্যুৎ এখন মাানুষের পেছনে বিদ্যুৎ গতিতে ছুটবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশে এখন পর্যাপ্ত পরিমান বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বিদ্যুৎ নিয়ে মানুষের আর ভোগান্তি থাকবে না।

তিনি শনিবার (৫ ফ্রেবুয়ারি) দুপুরে বিয়ানীবাজারে শানেশ্বর-বারইগ্রাম রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পশ্চিম বাগপ্রচন্ডখা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

লাউতা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য জালাল উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম বদই, লাউতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ খান, কামিল আহমদ প্রমুখ। এছাড়া শিক্ষামন্ত্রী সকালে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

আপনার মন্তব্য

আলোচিত