নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০১৬ ১৬:৩১

ফুল দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যকে বরণ করলো ‘খুনের আসামী ও বহিস্কৃত শিক্ষার্থীরা’!

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক মো: মনির উদ্দিন। ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সুশান্ত কুমার দাশের মেয়াদ শেষে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেন মনির উদ্দিন।

ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেওয়ায় শনিবার দুপুরে অধ্যাপক মো: মনির উদ্দিনকে 'একদল শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এই ফুলেল শুভেচ্ছা প্রদানকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত ছাত্ররাই বেশি। এছাড়া হত্যা মামলার আসামীও রয়েছেন।

শনিবার দুপুরে উপাচার্য কার্যালয়ের সামনে ফুলেল শুভেচ্ছা প্রদানের একটি ছবিতে দেখা যায়, ভারপ্রাপ্ত উপাচার্যের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নগরীর উপশহরের রিংকু বড়ুয়া হত্যা মামলার আসামী শাকুর আহমদ, বিশ্ববিদ্যালয়ের শৃংখলার ভঙ্গের
দায়ে একাধিবার বহি:স্কৃত শিক্ষার্থী ঝলক রায়, জনি, সঞ্জয় ও সালমান আহমদ চৌধুরীসহ কয়েকজন।

এরা সকলেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মনির উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত