সিলেটটুডে ডেস্ক

২৫ জুলাই, ২০১৬ ০০:৫৩

মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইতে বললেন শিক্ষামন্ত্রী

দেশের কওমি মাদ্রাসায় তো নয়ই মাদ্রাসা বোর্ডের অধীনস্থ আলিয়া মাদ্রাসাগুলোতেও জাতীয় সংগীত গাওয়া হয়না বলে অভিযোগ অনেক দিনের। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে সব মাদ্রাসায় জাতীয় সংগীত গাইতে মাদ্রাসা শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ।

রোববার (২৪ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মাদ্রাসা শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, "বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাইবার বিধান রয়েছে। মাদ্রাসাগুলোকেও তা মানতে হবে।"

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠানের নেতা আপনারা। জঙ্গিবাদ নির্মূলে আপনাদের দায়িত্ব নিতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। শিক্ষাকে আনন্দময় করতে হবে। শিক্ষার সুন্দর পরিবেশে এবং শিক্ষাগ্রহণ আনন্দময় হলে শিক্ষার্থীরা ভিন্ন পথে যাবে না।’

জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ২৭ জুলাই মাদরাসা (ফাজিল-কামিল পর্যায়) কর্তৃপক্ষ এবং ৩০ জুলাই টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধি, ২১ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের প্রতিনিধি, ২৩ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সারা দেশে জঙ্গিবাদ বিরোধী বার্তা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৪ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মাদরাসা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় সারা দেশের প্রায় ১ হাজার ২০০ প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে ৮ জন আঞ্চলিক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন।

আপনার মন্তব্য

আলোচিত