শাবি প্রতিনিধি

০৬ আগস্ট, ২০১৬ ১৭:৪১

বন্যার্তদের সাহায্যার্থে শাবিতে শিকড়ের চ্যারিটি শো সোমবার

উত্তরাঞ্চলে প্রলয়ঙ্করী বন্যায় আক্রান্ত মানুষদের সহায়তায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চ্যারিটি শো’র আয়োজন করেছে নাট্য ও সংগীত বিষয়ক সংগঠন ‘শিকড়’।

‘বরিষ ধরায় বরষা’ শিরোনামের এই চ্যারিটি শো সোমবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। চ্যারিটি শোতে থাকছে বরষার গান, বরষারকথন সাথে নৃত্যে ঝংকার। শো’র টিকেটের মূল্য ধরা হয়েছে ৪০ টাকা।

সংগঠনের সাধারণ সম্পাদক পৃষুতি চাকমা বলেন, শিকড় বরাবরই মানবতার সেবায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা বন্যায় দুর্গতদের জন্য এই চ্যারিটি শো’র আয়োজন করেছি। শো থেকে উপার্জিত অর্থ উত্তরাঞ্চলের বন্যায় দুর্গতদের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

তিনি আরোও জানান, শো এর টিকেট অর্জুনতলায় শিকড়ের টেন্টে ও শো-এর আগে হল কাউন্টারে পাওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত