সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০১৬ ১৬:৫৪

ক্ষুদিরামের ফাঁসি দিবসে এম.সি কলেজে ছাত্রফ্রন্টের দেয়ালিকা প্রকাশ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখার উদ্যোগে বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১০৮তম ফাঁসি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১ টায় কলেজের ‘একাডেমিক কাম পরীক্ষা ভবন’ এ দেয়ালিকা প্রকাশ করা হয়।

এম.সি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন লেখা নিয়ে দেয়ালিকা প্রকাশিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এম.সি কলেজের একাদশ শাখার সংগঠক তানিয়ার সঞ্চালনায় উদ্বোধন করেন সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা।

বক্তব্য রাখেন কলেজ শাখার সংগঠক সাদিয়া নোশিন তাসনিম, আল আমিন, শাহিদুল আলম বাপ্পী, নাঈমুর রহমান বাপ্পী প্রমুখ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ‘দেশে বর্তমানে যে সংকট চলছে তার থেকে উত্তরণ পেতে হলে ছাত্র-কিশোর-যুবসমাজকে ক্ষুদিরামের চরিত্র অনুসরণ করতে হবে। গুলশান ও শোলাকিয়ায় যে বিপথগামী যুবকেরা সন্ত্রাস করলো তাদের পরিচয় দিতে তাদের পরিবারই লজ্জাবোধ করে। কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম শুধু তার পরিবার নয় গোটা ভারতবাসীর সামনেই আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের ছাত্র সমাজের সামনে ক্ষুদিরামসহ সকল বিপ্লবী শহীদেরাই আদর্শ হিসেবে তুলে ধরতে চায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আপনার মন্তব্য

আলোচিত