মারূফ অমিত

০৬ অক্টোবর, ২০১৬ ১৯:১২

ভয় আর ক্ষোভ নিয়ে পরীক্ষা দিলো খাদিজার সহপাঠীরা

আজকের পরীক্ষায় খাদিজা আক্তারেরও অংশ নেওয়ার কথা ছিলো। কিন্তু ঘাতকের চাপাতির আঘাতে হাসপাতালের বিছনায় সে এখন মৃত্যুযন্ত্রণায়।

খাদিজাকে ছাড়াই আজ (বৃহস্পতিবার) সিলেট এমসি কলেজে স্নাতক (পাস) পরীক্ষায় অংশ নিলেন সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রীরা। গত সোমবারের বর্বোরোচিত ঘটনার পর আজকেই প্রথম পরীক্ষায় অংশ নেন তাঁরা। এমসি কলেজে পরীক্ষা দিচ্ছে মহিলা কলেজ ও সিলেট সরকারী কলেজের শিক্ষার্থীরা।

পরীক্ষায় অংশ নিলেও সকল ছাত্রীর চোখেমুখেই ছিলো ক্ষোভ আর আতঙ্কের ছাপ। বৃহঃস্পতিবার বিকেল পাঁচটায় ক্যাম্পাস ঘুরে দেখা যায় পরীক্ষা দিতে আসা সব শিক্ষার্থীদের মধ্যেই উদ্বেগ-উৎকন্ঠা।

কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা গেল, খাদিজার উপর হামলার ঘটনায় তারা শংকিত। এধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে নাহয় এবং অপরাধীর কঠোর শাস্তি যাতে নিশ্চিত হয় সেজন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানান, "যা হবার তা তো হয়ে গেছে, এখন আমরা নিরাপত্তা দিয়ে কি করবো?? এখন অন্তত বদরুলের ফাঁসি নিশ্চিত করুন।"

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী মাসুম আহমেদ বলেন "গুমোট পরিবেশে পরীক্ষা দিয়েছি, সবার মাঝেই যেন অজানা ভয় বিরাজ করছে।"

এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ চন্দ্র বলেন, "আমি নিজে পরীক্ষার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছি। আজকে কলেজের পরিবেশ অনেকটা স্বাভাবিক ছিলো"

এমসি কলেজে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শাহপরান থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন "নিরাপত্তা নিশ্চিতের জন্যে আমদের তিন প্লাটুন ফোর্স নিয়োজিত আছে, কোন ধরনের অপ্রতিকর ঘটনা প্রতিরোধ করতে আমরা প্রস্তুত আছি।"

আপনার মন্তব্য

আলোচিত