সংবাদ বিজ্ঞপ্তি

৩০ অক্টোবর, ২০১৬ ২০:৩৮

বালাগঞ্জ ডিগ্রি কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বালাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) ছয়টি গ্রুপে ৩০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক ছাড়াও সমকালীন রাজনীতি, অর্থনীতি, ধর্ম ও খেলাধুলা বিষয়ে প্রশ্ন করা হয়।

প্রভাষক অহী আলম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চোখ কান সব সময় খোলা রাখতে হবে। যে যত বেশি জানবে, সে তত বেশি ভাল ফলাফল করতে পারবে। আমাদের আশে পাশেই শুধু নয়, বহির্বিশ্বেও চোখ রাখতে হবে। যা ভাল, তা গ্রহন করতে হবে, মন্দ জিনিষ বর্জন করতে হবে।

তিনি বলেন, শুধু মুখস্থ করার জন্য পড়া নয়, জানার জন্য পড়তে হবে। গল্পের ভিতর যেতে হবে। চরিত্র বিশ্লেষণ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, অধ্যাপক অবিনাশ আচার্য, অধ্যাপক ফয়জুল ইসলাম, প্রভাষক ইমরুল কায়েস মৃধা, প্রভাষক আকরাম হোসেন, প্রভাষক তজম্মুল আলী ও প্রভাষক বুলবুল আহমদ।

অনুষ্ঠানে বিজয়ী হন বালাগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ডলি বেগম, তামান্না আক্তার, তাহমিনা আক্তার, মুক্তা ও রেহেনা।

আপনার মন্তব্য

আলোচিত