নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০১৫ ১৪:০৯

শাবিতে দুই বিভাগীয় প্রধানের পদত্যাগ: ছাত্রদের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে পদার্থ বিজ্ঞানের প্রধান ড. বদিউজ্জামান ফারুক এবং জিওগ্রাফি এন্ড এনভায়রমেন্ট বিভাগের প্রধান ড. শরীফ মোহাম্মদ শরাফ উদ্দিন পদত্যাগের কারণে সাধারণ ছাত্ররা ভিসির কার্যালয় অবরুদ্ধ করেছে।

এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ক্যম্পাসে যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে।

এ ব‌্যাপারে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) এমদাদুল হক বলেন, শিক্ষকদের মধ্যে আভ্যন্তরীন কোন্দলের কারণেই দুই বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন। 

উদ্ভূত পরিস্থিতিতে সঙ্কট সমাধানে শিক্ষক নেতৃবৃন্দ উপাচার্যের সাথে বৈঠকে বসেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী সিলেটটুডে ২৪ কে জানান, দুই বিভাগীয় প্রধান পদত্যাগ করার খবর শুনেই সাধারণ শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।

তারা দুই শিক্ষকের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবী জানাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত