ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল, ২০১৫ ১৮:১৯

এবার সিটি নির্বাচনের কারণে পেছাল পরীক্ষা

হরতাল-অবরোধ নয় এবার সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে পেছাল এইচএসসি ও সমমানের পরীক্ষা।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষাগুলো যথাক্রমে ২, ৪ ও ১৬ মে নেওয়া হবে।

সূচিতে ২৬ এপ্রিল এইচএসসি ও সমমানের যেসব বিষয়ের পরীক্ষা ছিল, সেগুলো নেওয়া হবে ২ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২৭ এপ্রিলের নির্ধারিত পরীক্ষা ৪ মে সোমবার সকাল ১০টায় হবে।

এছাড়া এইচএসসি ও সমমানের ২৮ এপ্রিলের পরীক্ষা ১৬ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র নির্বাচনে ভোট হবে। এ নির্বাচনের কারণে যে তিন দিনের পরীক্ষা পেছানো হবে তা আগেই জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

আপনার মন্তব্য

আলোচিত