শাবি প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০১৬ ২১:১৮

ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে শাবির ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে নকল সরবরাহের সময় আটক ছাত্রলীগ কর্মী ও শাবি শিক্ষার্থী আল আমিনকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন শাবি'র ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাসের ইবনে আফজাল।

বহিস্কৃত আল আমিন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের অনুসারী।

জানা যায়, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আল আমিন জালিয়াতির ঘটনায় জড়িত ছিলেন বলে তদন্ত কমিটির কাছে স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষার দিন সকালে জালিয়াতির কাজে ব্যবহৃত ক্যালকুলেটর ডিভাইসসহ আল আমিনকে আটক করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত