শাবি প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০১৬ ০১:৫৫

শাবিতে প্রথম দিনে ভর্তি হলেন ৩৭৬ জন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষের ২০১৬-১৭ সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) প্রথম দিনে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সর্বমোট ৩৭৬ জন শিক্ষার্থী ‘বি’ ইউনিটে ভর্তি হয়েছেন।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএইচএম বেলায়েত হোসেন জানান, রোববার মেধাতালিকার প্রথম ৭শ’ জনকে ভর্তির জন্য ডাকা হয়।

মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শেষ হলে অপেক্ষমাণ তালিকায় (ওয়েটিং লিস্ট) থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ জানানো হবে বলে জানান তিনি।

এদিকে, সোমবার (১৯ ডিসেম্বর) ‘বি’ ইউনিটের অন্যান্য শিক্ষার্থী এবং মঙ্গলবার (২০ ডিসেম্বর) ‘এ’ ইউনিটের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত