সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৭

শাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি মঙ্গলবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মাণ) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় দিনে ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর মেধাতালিকা থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই ইউনিটে শূণ্য আসন সংখ্যা ৩৩৫ টি। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হবে ‘এ’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া।

এছাড়া আজ বিকেলে ‘বি’ ইউনিটের গ্রুপ-২ ও সবধরনের কোটার মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএইচএম বেলায়েত হোসেন জানান, আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় ১-২২৪ ও এগারোটায় মানবিকের মেধা তালিকায় ১-৩১০ এবং দুপুর দুইটায় বাণিজ্যের মেধা তালিকার ১-৮৪ শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। 

এছাড়া বিকাল ৪টায় ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ভর্তির জন্য ৬ হাজার ৮শ’ ৫০ টাকা সাথে নিয়ে আসতে হবে । 

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে। 

আপনার মন্তব্য

আলোচিত