শাবি প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০১৬ ২৩:০৫

শাবিতে অপেক্ষমাণদের ভর্তি ২৭ ডিসেম্বর

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্যে ‘বি’ ইউনিটে এখনো ৩৮৪টি আসন শূন্য রয়েছে। এই শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ২৭ ডিসেম্বর শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক এ এইচ এম বেলায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকা থেকে ভর্তি শেষে ৩৮৪টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে ৩৩৪টি সাধারণ আসন ও ৫০টি বিভিন্ন কোটার আসন। ২৭ ডিসেম্বর শূন্য আসনে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা ‘বি’ ইউনিটের ১ থেকে ৫৭৯ নম্বর ও স্থাপত্যের ১ থেকে ১২ ক্রমে থাকা শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাৎকার দিতে ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘ডি’ এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদের কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ৪ কপি সদ্য তোলা রঙিন ছবি, এসএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বর পত্র ও সনদ, এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বর পত্র ও ভর্তি ফি বাবদ ৬ হাজার ৮৫০ টাকা নিয়ে আসতে হবে। কোটায় ভর্তির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদ আনতে হবে। এ ছাড়া সব সনদ ও মার্কস শিটের দুই কপি করে ফটোকপি নিয়ে আসতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত