সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৩৮

সিকৃবিতে প্রথম সেশনজটমুক্ত ইন্টার্নশীপের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিকৃবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টশনের আয়োজন করা হয়। সিকৃবিতে এবারই প্রথম চার বছরেরও ১০ দিন কম সময়ে একাডেমিক পার্ট শেষ করে ইন্টার্নশিপে যাত্রা শুরু করলো ডি ভি এম ১৯তম ব্যাচ।

ইন্টার্নশিপ পরিচালনা সেলের আহবায়ক প্রফেসর ডা. সুলতান আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোহন মিয়া, প্রাণিসম্পদ দপ্তরের সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সেলস কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান।
ইন্টার্নশিপ কারিকুলাম নিয়ে উপস্থাপনা করে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে ভেটেরিনারিয়ান হিসেবে ফুড হাইজিনে ভূমিকা তুলে ধরে প্রাণিদের চিকিৎসায় এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন থাকার আহবান জানান।

শিক্ষার্থীদের যথা সময়ে যাতে ইন্টার্নশিপ ভাতা ও তা বৃদ্ধির জন্য অনুরোধ জানান প্রাক্তন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ইন্টার্নশিপ ভাতা ১৯৯৫ সালে ৫০০০ টাকা ছিল, এখনও একই। অথচ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি ১৯৯৫ সালের হাজার টাকা এখন ২২৫০০। এই ভাতা যেন একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার মূল বেতনের সমমান করা হয় এ আহবান জানানো হয়। ভেটেরিনারি শিক্ষার্থীরা তাদের ইন্টার্নশিপ প্লেসমেন্ট হিসেবে দেশের বিভিন্ন জায়গায় পালাক্রমে দায়িত্ব পালন করেন। সেজন্য তাদের আর্থিক খরচ অনেক বেশি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচ ইন্টার্নশিপে থাকা অবস্থায় ১৯তম ব্যাচ ইন্টার্নশিপ যাত্রা শুরু করলো। ফলে সেশনজট মুক্ত নতুনযাত্রা শুরু করলো ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্স অনুষদ। 

আপনার মন্তব্য

আলোচিত