সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০১৭ ১৭:৩৭

সিকৃবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। বেলা ১২টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একটি মিছিল নিয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও হল কমিটির নেতারা উপস্থিত ছিলেন। মিছিলে ছাত্রলীগের পাশাপাশি সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা যায়। মিছিল শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. ঋত্বিক দেবের সঞ্চালনায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শামীম মোল্লা বলেন, 'একাত্তরের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠতম ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রতিটি বাক্যে শোষিত-বঞ্চিত মানুষের মনের অব্যক্ত কথা যেন তার বজ্রকন্ঠে বের হয়ে আসে। বঙ্গবন্ধুর প্রতিটি উচ্চারণ ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে লাখো প্রাণে। গগন বিদারী আওয়াজ তুলে বঙ্গবন্ধুর ভাষণে সমর্থন জানায় উপস্থিত জনতা।

আপনার মন্তব্য

আলোচিত