রাবি প্রতিনিধি

২৭ মার্চ, ২০১৭ ১৮:৫১

নবম বর্ষপূর্তিতে রাবি ‘স্নান’ এর নানা আয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়মিত ছোটকাগজ 'স্নান’ এর নবম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ মার্চ) সংগঠনটি দিনব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান 'স্নান' এর সম্পাদক সুবন্ত যায়েদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১টায় শোভাযাত্রার মাধ্যমে 'স্নান' এর নবম বর্ষযাপন শুরু হবে। শোভাযাত্রাটি শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। দুপরে শহীদুল্লাহ কলা ভবনের সামনে  বকুলতলায় ছোটকাগজটির লেখক-পাঠক-সম্পাদকের মুক্ত আড্ডা অনুষ্ঠিত হবে।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে ছোটকাগজটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচক হিসেবে থাকবেন ইমরান কামাল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৬ মার্চ নতুন লেখক তৈরির সংকল্প নিয়ে আত্মপ্রকাশ করে।

আপনার মন্তব্য

আলোচিত