রাবি প্রতিনিধি

২৭ মার্চ, ২০১৭ ১৮:৫৬

রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম দত্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল বলেন, ‘মুক্তিযুদ্ধে ন্যাপ ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী সরাসরি মুক্তিযুদ্ধ করেছে। বর্তমানে তাদের সঠিক সম্মাননা ও স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে। ইতিহাস বিকৃতিকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

ছাত্র ইউনিয়নের রাবি শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের রাবি শাখার সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন, দফতর সম্পাদক তাজুল ইসলামসহ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

প্রদর্শনীতে ১০১টি স্থিরচিত্র স্থান পেয়েছে। মঙ্গলবারও সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

আপনার মন্তব্য

আলোচিত