এমসি কলেজ প্রতিনিধি

২৯ মার্চ, ২০১৭ ২১:৪৭

এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ক্রিকেট লীগ '১৭ সম্পন্ন

ক্রিকেটের প্রতি আবেগ, ভালোবাসা আটকাতে পারে নি এমসি শিক্ষার্থীদের ক্রিকেট লীগের ফাইনাল খেলাকে। বৃষ্টির বাধা উপেক্ষা করে নিয়মিত বিরতী দিয়ে খেলা হলেও শেষ পর্যন্ত 'টস' ভাগ্যে বিজয়ী নির্বাচিত করে শেষ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ক্রিকেট লীগ'১৭ এর ফাইনাল খেলা।

টস হেরে সম্মান তৃতীয় বর্ষ ২০১৪-১৫ সেশন শিক্ষাবর্ষের প্লেটো একাডেমিয়ান ব্যাটিং শুরু করলেও বৃষ্টি বাধায় থেমে যাওয়া ম্যাচ সুপার ওভারে গড়ায়। বৃষ্টির ফাঁকে সুপার ওভার খেলা হলে সেটিও ড্র হয়। আয়োজক কমিটির সিদ্ধান্তে 'টস' ভাগ্যে ২০১৫-১৫ শিক্ষাবর্ষের এরিস্টটল লাইসিয়ামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্লেটো একাডেমিয়ান।

এসময় ফাইনাল খেলা উপভোগ করতে এমসি কলেজ ছাত্রাবাস মাঠে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শামীমা আকতার চৌধুরী, সহযোগী অধ্যাপক আসিরুল হক, জীবন কৃষ আচার্চ্য, সহকারী অধ্যাপক জামাল উদ্দিন ও প্রভাষক শোয়েব আহমদ খান প্রমুখ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ক্রিকেট লীগ সেরার পুরস্কার জিতে ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী লীগের একমাত্র সেঞ্চুরিয়ান সুলতান আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত