এমসি কলেজ প্রতিনিধি

৩০ মার্চ, ২০১৭ ১৮:৫২

এমসি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এমসি বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে শুরু হওয়া দোয়া ও মিলাদ মাহফিল মনোবিজ্ঞান বিভাগের প্রধান সালেহ আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা খলিলুর রহমান। এ সময় তিনি বলেন, 'ধর্মের নামে যারা সমাজে ভীতি, বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কখনো ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। মানুষ হত্যাকে ধর্মে ঘৃণ্য, পাপ ও ক্ষমার অযোগ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে।'

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোয়া ও মিলাদ মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল কুদ্দুছ, শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, সহকারী অধ্যাপক জামাল উদ্দিন সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

মিলাদ মাহফিলের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান। এ সময় আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সিলেটে জঙ্গি হামলায় নিহতদের রূহের মাগফেরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।

আপনার মন্তব্য

আলোচিত