সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৭ ১৭:৪৬

ইউনি ক্রিকেটে সিলেট বিভাগের একমাত্র দল মেট্রোপলিটন ইউনিভার্সিটি

সিলেট বিভাগের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ঢাকায় ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট-২০১৭’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট টিম।

শনিবার (৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করবে।

শনিবার এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এছাড়া ১০ ও ১২ এপ্রিল যথাক্রমে প্রাইম ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিপক্ষে প্রথম রাউন্ডের অপর ম্যাচ দুটি খেলবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

ঢাকার মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। দলে স্থান পেয়েছেন মেহেদী মাহবুব চৌধুরী (অধিনায়ক), খন্দকার মো. সায়েম আলম (সহ-অধিনায়ক), আবু জায়েদ চৌধুরী, মুমিনুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইমরান আলী এনাম, জুয়েল আহমেদ, নাজমুল হোসাইন, তাহমিম আহমেদ, সুজন আহমেদ, আবদুল কুদ্দুস পাপ্পু ও ইমতিয়াজ আহমেদ চৌধুরী।

দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। কোচ হিসেবে জহির হোসাইন ও সহকারি কোচ সাইদুর রহমান ছাড়াও এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি রাহাবি খান থাকছেন দলের সাথে।

দলের টিম ম্যানেজার ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম বলেন, ‘সিলেট বিভাগের একমাত্র দল হিসেবে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে খেলবো আমরা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৬ এপ্রিল সিলেট ছাড়বো। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে ফাইনালে ওঠার লক্ষ্য আমাদের।’

উল্লেখ্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন (জিটিভি)। প্রথম ম্যাচ বেলা ১টায় এবং পরের ম্যাচ দুটি বেলা ১০টায় শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত