রাবি প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০১৭ ২২:০৫

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী।

বুধবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর দরিখরবোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আরিফ আরমান সজিব (২৫)। তিনি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নগরীর তেরোখাদিয়া এলাকার মাহবুবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সজিব রেল লাইনের উপর দিয়ে কথা বলতে বলতে হাঁটছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন রাজশাহী রেল স্টেশনের দিকে যাচ্ছিল। সজিব মোবাইলে কথা বলায় মগ্ন থাকায় তা শুনতে পান নি। ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত