শাবি প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০১৭ ২১:০৭

শাবিতে বিভিন্ন আয়োজনে মুজিবনগর দিবস পালিত

পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) পালিত হয়েছে মুজিবনগর দিবস।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এসময় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুষ্পাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধু চত্বরের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে 'মুজিবনগর সরকার ও বাংলাদেশের অভ্যুদয়' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. জহির বিন আলম ও অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য। অধ্যাপক ড. কবির হোসেনের সভাপতিত্বে সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও সাধারণ শিক্ষার্থীরা।

সেমিনার শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মন্তব্য

আলোচিত