রাবি প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০১৭ ১২:৩১

রাবিতে চারুকলার ভাস্কর্য উল্টে রেখে ‘প্রতিবাদ’

চারুকলা বিভাগের উন্নতির দাবি এবং ভাস্কর্যগুলো অরক্ষিত অবস্থার রাখার ‘প্রতিবাদ’ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভাগটির সব ভাস্কর্য উল্টো করে দিয়েছেন শিক্ষার্থীরা। ভাস্কর্যগুলো স্তূপ করে রেখে পাঁচজন শিক্ষকের কক্ষও বন্ধ করে রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সকালে এ দৃশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নজরে আসে। এ ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে নানা রকম গুঞ্জনও দেখা দেয়।

মঙ্গলবার সকালে বিভিন্ন বিভাগের শিক্ষকদেরকেও দেখা যায় চারুকলার ঘটনা পরিদর্শন করতে। ঘটনাস্থল পরিদর্শন করতে আসা ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও নাট্যকার মলয় ভৌমিক বলেছিলেন, যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চায়, তারাই এই কাজ করেছে।

তবে তার কিছুক্ষণ পরেই দৃশ্যপট পাল্টে যায়। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এ ঘটনার দায় স্বীকার করেন।

চারুকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইউসুফ আলী স্বাধীন জানান, আমরা বিভাগের উন্নতির দাবিতেই এই প্রতিবাদ করেছি। কারণ দীর্ঘদিন ধরে এই ভাস্কর্যগুলো অরক্ষিত রয়েছে।

এ ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষকরা বৈঠকে বসেছেন। বৈঠক শেষে পরে তারা এ ঘটনার বিষয়ে কথা বলবেন বলে বিভাগ সূত্রে জানা যায়।

আপনার মন্তব্য

আলোচিত