শাবিপ্রবি প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০১৭ ১৮:৫৯

যৌন হয়রানি ও সাংবাদিক নির্যাতনে জড়িতদের বিচারের দাবিতে শাবিতে গণস্বাক্ষর

যৌন হয়রানির প্রতিবাদ করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক নেতার উপর হামলার ঘটনায় জড়িত শাবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ অন্যান্যদের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম।

আয়োজনের প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলে কর্মসূচিটিতে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষকদের মধ্যে ইন্সটিটিউশনাল কোয়ালিটি ফর এশিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো মুহিবুল আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা প্রমুখ অংশ নেন।

উদ্বোধনকালে অধ্যাপক সৈয়দ শামসুল আলম মন্তব্য করেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকার কারণে বারবারই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এভাবে চলতে পারে না। অবশ্যই দোষীদের বিচার হওয়া উচিত।

অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস মন্তব্য করেন, সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরেন। তাদের উপর আঘাত মানে সমাজের চলার উপর আঘাত। এ ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে জড়িতদের প্রাতিষ্ঠানিক শাস্তি দাবি করেন তিনি।

উল্লেখ্য, ৮ এপ্রিল শনিবার স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ করায় শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের ইন্ধনে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপুকে মারধোর করে নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দিকী, গণিত বিভাগের নজরুল ইসলাম রাকিব, রসায়ন বিভাগের মেহেদী হাসান স্বাধীন, একই বিভাগের আব্দুল হাদি, লোকপ্রশাসন বিভাগের অনিরুদ্ধ দেব অমিয়, সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র ,পরিসংখ্যান বিভাগের এস এন সাজ্জাদ রিয়াদ, একই বিভাগের আসাদুজ্জামান নুর, পলিটিকাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি, বাংলা বিভাগের আল হাসানসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন।


আপনার মন্তব্য

আলোচিত