সিলেটটুডে ডেস্ক

২৫ জুলাই, ২০১৭ ১৫:৫৯

ওসমানী মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ এবং ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী এবং কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শিব্বির আহমেদ।

এসময় আরও উপস্থতি ছিলেন অধ্যাপক ডা. মোশাররফ হোসেন, অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা, সহযোগী অধ্যাপক ডা. আনসার খান, সহযোগী অধ্যাপক ডা. নাজমা আক্তার, প্রভাষক ডা. হাফিজ এহসানুল হক এবং ডা. মো. এনামুল হক।   
 
উদ্বোধনকালে অধ্যাক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী বন সম্পদ সংরক্ষণের পাশাপাশি পরিবেশের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপকহারে শহর ভিত্তিক বৃক্ষরোপণের আহবান জানান।

এই সময়ে অধ্যাপক ডা. শিব্বির আহমেদ সামাজিক এবং ক্যাম্পাসভিত্তিক বনায়ন এবং বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করে সবুজ ক্যাম্পাস গড়ে তোলার জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানান।

এ বৃক্ষরোপণ অভিযানের আওতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হোস্টেল এবং ক্যাম্পাসে মোট ২০০টি দেশি বিদেশি বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত