শাবিপ্রবি প্রতিনিধি

২৬ জুলাই, ২০১৭ ২০:৩৪

শাবি প্রেসক্লাবের নতুন কমিটি, বিভিন্ন মহলের অভিনন্দন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০১৭-১৮ সেশনের নির্বাচিত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম’ ঢাকা।

বুধবার (২৬ জুলাই) সংগঠনের সভাপতি ফারুক মেহেদী ও সাধারণ সম্পাদক মোস্তাফা মনওয়ার সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি আগামী দিনে গণমাধ্যমকে শক্তিশালী করতে ভূমিকা পালন করবে। এছাড়াও কমিটিতে নির্বাচিত সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করে।  

এছাড়াও শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া, শাবি শিক্ষক সমিতি, জাতীয়তাবাদী ছাত্রদল শাবি শাখা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবি শাখা, স্বপ্নোত্থান, সাস্ট ক্যারিয়ার ক্লাব, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বেরোবি সাংবাদিক সমিতিসহ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা  ও অভিনন্দন জানিয়েছে।

বুধবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৭-১৮ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি আব্দুল্লাহ আল মনসুর (কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ (দ্য ডেইলি সান) নির্বাচিত হন।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাহিদ হাসান (বাংলা ট্রিবিউন),যুগ্ম সম্পাদক সাইফ সায়েম (বাংলানিউজ টোয়েন্টিফোর.কম), কোষাধ্যক্ষ রিফাত আল মামুন (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম (দৈনিক আমাদের সময়)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সরদার আব্বাস আলী (ডেইলি অবজারভার), জুনেদ আহমদ (ভোরের কাগজ) ও সাফকাত মঞ্জুর (সবুজ সিলেট)।

আপনার মন্তব্য

আলোচিত