শাবি প্রতিনিধি

০৬ আগস্ট, ২০১৭ ০০:০২

শাবিতে ‘রিসাইক্লিং প্রোডাক্টস’ শীর্ষক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “রিসাইক্লিং প্রোডাক্টস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে দুপুর ২টায় থেকে ৫টা পর্যন্ত এই কর্মশালার আয়োজন করে ক্যাম্পাসের একমাত্র প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি।

কর্মশালায় বক্ত্যব রাখেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দোলন দাস, নুসরাত ইসলাম, নওশীন নায়লা, তানজিওল জিনাত এবং বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিমা মুকিত।

কর্মশালায় বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে একই পণ্যের পুনরায় ব্যবহার এবং এর প্রয়োজনীয়তা নিয়ে গ্রিন এক্সপ্লোর সোসাইটি নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং ভবিষ্যতেও করবে।

সংগঠনটির সভাপতি তারিক আহমেদ অনিক জানান, এই কর্মশালায় ফেলনা জিনিস কিভাবে আকর্ষণীয় করা যায় এবং আর্বজনা কিভাবে কমানো যায় সেটা আলোচনা করা হয়। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই আমরা ফেলনা জিনিসপত্রের পুনঃব্যবহার নিশ্চিত করতে পারি।

আপনার মন্তব্য

আলোচিত