রাবি প্রতিনিধি

১৭ আগস্ট, ২০১৭ ১৮:৩৪

রাবির পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ পদে নতুন মুখ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দফতরের প্রশাসক পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার বিকেলে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বিশেষ ক্ষমতাবলে এসব পদে নিয়োগ দিয়েছেন বলে জানান রেজিস্টার মো. এম এ বারী।

পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাবুল ইসলাম।

জনসংযাগ প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার।

রেজিস্টার মো. এম এ বারী জানান, ‘দায়িত্বপ্রাপ্তরা আজ সকালে নিজ নিজ পদে কাজ শুরু করে দিয়েছেন।’

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে  ৩ অগাস্ট পদত্যাগপত্র দেন পরীক্ষা নিয়ন্ত্রক আসাবুল হক। সর্বশেষ রোববার (১৩ অগাস্ট) জনসংযোগ প্রশাসক পদ থেকে অধ্যাপক মশিহুর রহমান অব্যাহতি চেয়ে রেজিস্টার বরাবর পদত্যাগপত্র জমা দেন।  

উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান নিয়োগের পর কোনো নিদের্শনা ছাড়াই রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগার প্রশাসক, কলেজ পরিদর্শক,  প্রক্টর, জনসংযোগ প্রশাসক ও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন।

তবে এখনও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টার পদটি শূন্য রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত