শাবি প্রতিনিধি

১১ অক্টোবর, ২০১৭ ১৬:২২

শাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

'কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য' এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবন ‘এ’ এর সামনে গিয়ে শেষ হয়।

পরে মিনি অডিটোরিয়ামে আলোচনায় সভায় প্রথম ছাত্রী হলের প্রভোস্ট আমিনা পারভিন ও বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট শরিফা ইয়াসমিনের যৌথ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর  ড. রাশেদ তালুকদার। আলোচনায় সভায় মানসিক স্বাস্থ্য নিয়ে বক্তব্য রাখেন ছাত্রী হলের কাউন্সিলর ও সাইকোলজিস্ট ফজিলাতুন নেসা।

আপনার মন্তব্য

আলোচিত