এমসি কলেজ প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৭ ১৫:০৫

বৃহস্পতিবার ‘থিয়েটার মুরারিচাঁদ’র রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী

যুগে যুগে দিগভ্রান্ত বাঙালির সংকটে আলোকবর্তিকা হাতে মুক্তির পথ দেখানো মহামানবদের পদচিহ্ন অনুসরণে এবং তাদের সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী এমসি কলেজের নাট্যসংগঠন 'থিয়েটার মুরারিচাঁদ'।

বৃহস্পতিবার (২নভেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামের রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

বিষয়ভিত্তিক আলোচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তরুণ সাম্যবাদী কবি সুকান্ত ভট্টাচার্য নিয়ে পর্যায়ক্রমে আলোচনা রাখবেন রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহেদা আখতার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় থিয়েটার মুরারিচাঁদের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন, জাতীয় কবিতা পরিষদ, রোভার স্কাউট গ্রুপ অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

তিন মহাপুরুষের রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তীতে সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদেরকে স্ব-বান্ধবে উপস্থিতির আমন্ত্রণ জানিয়েছেন থিয়েটার মুরারিচাঁদ আহ্বায়ক গোলাম মাহদী ও সদস্য সচিব ফাহমিদা এলাহী বৃষ্টি।

আপনার মন্তব্য

আলোচিত