রাবি প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৭ ১৮:৫৩

রাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ই’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফয়জার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২২ অক্টোবর তিনটি শিফটে (ই-১, ই-২ ও ই-৩) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ‘ই’ ইউনিটে সাতশ ৪৮টি আসনের বিপরীতে একচল্লিশ হাজার দুইশ ৩২ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও তীব্র যানজটের কারণে প্রায় সাড়ে ছয় হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি বলে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রাথমিকভাবে দুই হাজার তিনশ ৭৯ জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ‘ই’-১ থেকে ১০০০১ থেকে ২৩৭৪৪ (মেধাক্রমানুযায়ী ১ থেকে ৭৯৭ জন); ‘ই’-২ থেকে ২৩৭৪৫ থেকে ৩৭৪৮৮ (মেধাক্রমানুযায়ী ১ থেকে ৭৮১) ও ‘ই’-৩ থেকে ৩৭৪৮৯ থেকে ৫১২৩২ (মেধাক্রমানুযায়ী ১ থেকে ৮০১) রোলধারীর সাক্ষাৎকার পর্যায়ক্রমে ২৮, ২৯ ও ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হবে।'

'সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই অনলাইনে ৭ থেকে ২০ নভেম্বর রাত ১২টার মধ্যে সাবজেক্ট চয়েজ ফরম পূরণ করতে হবে।'

'সাক্ষাৎকারের সময় প্রার্থীদেরকে ডাউনলোড করা সাবজেক্ট চয়েস ফরম, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র, এইচএসসি বা সমমান রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক সত্যায়িত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।'

'প্রকাশিত ফলাফলে যে কোন ধরনের সংশোধন, পরিমার্জন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।'

‘ই’ ইউনিটের ফলসহ বিস্তারিত তথ্য জানা যাবে (http://admission.ru.ac.bd/undergraduate/) এই ঠিকানায়।

আপনার মন্তব্য

আলোচিত