সিলেটটুডে ডেস্ক

০৪ মার্চ, ২০১৮ ১৯:০৫

জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

প্রতিথযশা লেখক, বিজ্ঞানী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকাল ১২টায় প্রশাসন ভবনের সামনে সিকৃবি শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অনতিবিলম্বে সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বেসিক সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিভাগের সহকারী প্রফেসর রাহুল ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহকারী প্রফেসর মো. জাকিউল ইসলাম।

উল্লেখ্য, ড. মুহম্মদ জাফর ইকবালের উপর শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় এক দুর্বৃত্ত পিছন থেকে হামলা চালায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এয়ার এম্বুল্যান্সে করে ড. জাফর ইকবালকে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত