নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০১৮ ১৯:৫৯

‘মনে হচ্ছে আমার শোক সভা হচ্ছে’

" মনে হচ্ছে আমার শোক সভা হচ্ছে" নিজস্ব চিরচেনা রসিকতার ছলেই কথাগুলো বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

বুধবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের প্রতি বক্তব্যের শুরুতেই এ কথা বলেন তিনি।

জাফর ইকবাল বলেন, সারা পৃথিবীতে আমিই মনে হয় একমাত্র মানুষ যে নাকি মারা যাবার পরে শোক সভায় যে কথা গুলো বলা হয় সে জীবিত অবস্থায় সবগুলি কথা শুনে ফেলেছে। আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ এ সুযোগটা পেয়েছে। মারা গেলে কি কি কথা বলা হবে তার সবগুলো কথা শুনে ফেলেছে।

নিজ ক্যাম্পাসে ফিরে এসে যে আবারো আগের মতো প্রাণ ফিরে পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

আর এই জন্যই হয়তো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সোজা চলে যান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুপুর সাড়ে ১২টার একটি ফ্লাইটে সিলেট এসেই ছুটে যান প্রাণ প্রিয় ক্যাম্পাসে।

শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকসহ শাবিপ্রবির কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বক্তব্য রাখেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফর ইকবালের ছেলে নাবিল ইকবাল ও মেয়ে ইয়েশিম ইকবাল।

আপনার মন্তব্য

আলোচিত