নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০১৫ ১৩:৪৯

শাবিতে আন্দােলনকারী শিক্ষকদের ঝুলানো তালা ভেঙ্গে ফেলেছে ছাত্রলীগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ঝুলানো তালা ভেঙ্গ ফেলেছে ছাত্রলীগ।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের তালা ভেঙ্গে ফেলে ছাত্রলীগ নেতাকর্মীরা। এরআগে সকাল ১১ টায় এই ভবনে তালা ঝুলিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষকরা।

শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান তালা সাধারন শিক্ষার্থীরা ভেঙ্গেছে দাবি করে জানান, আমরা ন্যায়ের পক্ষে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু করতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সহযোগীতা করব। অধ্যাপক জাফর ইকবালের নাম ভাঙ্গিয়ে কতিপয় স্বার্থান্বেষী শিক্ষক যে আন্দোলন করছেন সেটা যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে না পারে সে ব্যাপারে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।

পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের তালা ভেঙ্গে ফেললেও উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে এখনো অবস্থান করছেন আন্দোলনকারী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ শিক্ষক প্যানেলের নেতৃবৃন্দ। আজ সকাল ৯ টা থেকে অবস্থান কর্মসূচী শুরু করেন তারা। এরআগে সোমবার দিনভর উাচার্যকে অবরুদ্ধ রেখে বিকেল ৪ টায় অবস্থান কর্মসূচী মুলতবী করেছিলেন তারা। তবে আজ এখন পর্যন্ত উপাচার্য আমিনুল হক ভূইয়া ক্যাম্পাসে আসেননি।

এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের তালা ভেঙ্গে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

শিক্ষকদের একাংশের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুব্ধ শিক্ষকবৃন্দ’র আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, উপাচার্যের পদত্যাগ দাবিতে আমাদের আন্দোলন চলবে। তিনি (উপাচার্য) পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দুটি প্রশাসনিক ভবন অবরুদ্ধ করা হলেও শিক্ষকরা ক্লাস পরীক্ষা চালিয়ে নিবেন বলে জানান অধ্যাপক সামসুল আলম। 

আপনার মন্তব্য

আলোচিত