Advertise

রাবি প্রতিনিধি

০৭ মে, ২০১৯ ১৩:৩২

রাবিতে রমজান ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

রমজান, ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ৪৭ দিনের ছুটি শুরু হয়েছে আজ বুধবার (৭ মে) সকাল থেকে, যা চলবে ২৩ জুন পর্যন্ত।

সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক প্রভাষ কুমার বলেন, ‘রমজান (শব-ই-কদর, ঈদ-উল-ফিতরসহ), গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ৮ মে বুধবার থেকে ২৩ জুন রোববার পর্যন্ত বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘এর মধ্যে ২ থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ২১ ও ২২ জুন বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ২৩ জুন প্রশাসনিক কার্যক্রম এবং ২৪ জুন একাডেমিক কার্যক্রম শুরু হবে।’

আবাসিক হলসমুহ বন্ধের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম বলেন, ‘আবাসিক হলসমূহ বন্ধের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হওয়ার দিন থেকেই হলসমূহ বন্ধ হয়ে যায়। আমরা আগামী সপ্তাহে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিব।’

আপনার মন্তব্য

আলোচিত