শাবি প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:০৬

শাবিতে ব্যবসা প্রশাসন বিভাগের সেমিনার অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) ‘দ্য ন্যাচার এন্ড এক্সটেন্ট অব ভলান্টারি ডিসক্লোজার ইন কর্পোরেট অ্যানুয়াল রিপোট : ইভিডেন্স ফর্ম লিস্টেড ব্যাংকস অব বাংলাদেশ’ বিষয়ে এক সেমিনার অনষ্ঠিত হয়েছে। সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ।

শনিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ই’র ৩২৮ নং কক্ষে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের মাস্টার্স অব ফিলোসফি(এম.ফিল) ফেলো’র শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন।

ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অ্যধাপক ড. মুহাম্মদ মাইন উদ্দিন।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ শহীদুল হক, আশরাফুল ফেরদৌস চৌধুরী প্রমুখ সহ বিভাগের শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত