শাবি প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০১৯ ২২:২১

শাবিতে আবুল ফজলের বয়ানে একাত্তরের কালরাত্রি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক সেমিনারে অংশগ্রহণ করে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাকিস্তানি বাহিনীর ভয়াবহ হামলার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী তৎকালীন কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে জড়িত সিলেটের আবুল ফজল।

বুধবার বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য’ শীর্ষক কোর্সের এক সেমিনারে অংশগ্রহণ করে নিজের দেখা এই কালরাতের ভয়াবহ দৃশ্যের বর্ণনা দেন তিনি।

সেমিনারের সমন্বয়ক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ও কোর্স শিক্ষক ফারজানা সিদ্দিকা রনি।

জগন্নাথ হলের শিক্ষার্থীদের উপর এই নৃশংস হামলাকে আবুল ফজল বলছেন ‘কমিউনাল ভায়োলেন্স’ অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা। এই হলে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বাস করতেন।

“আমি রাজনীতি করতাম বলে ওই হলে যাতায়াত ছিল। ২৫ মার্চ রাতে আমি ওই হলে ছিলাম। মর্টারশেল, গুলি আর আগুন দিয়ে এই হলে পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল, যেটাকে বলা যায় কমান্ডো হামলা।”

নিজের সামনে অসংখ্য শিক্ষার্থীদের গুলি খেয়ে মরতে দেখেছি। ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম, বলেন তিনি।

সেমিনারে মাস্টার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীসহ মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোরশেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিশ দত্ত, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ কায়সার, বাংলা বিভাগের প্রভাষক আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত