শাবি প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৯ ১৮:৫৮

শাবি কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করলেন উপাচার্য

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি লাইব্রেরি পরিদর্শন করে অধ্যয়নরত শিক্ষার্থী ও দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এসময় তিনি তাদের কাছ থেকে লাইব্রেরির বিভিন্ন সমস্যা ও সঙ্কট, পড়াশোনার পরিবেশ খোঁজ খবর নেন। এবং সামনের দিনে লাইব্রেরির সকল সমস্যা সমাধানের মাধ্যমে আরও সুযোগ-সুবিধা বাড়িয়ে উন্নত করার আশ্বাস প্রদান করেন তিনি।

লাইব্রেরিতে দায়িত্বরত কর্মকর্তারা স্পেস সংকটের কথা জানালে উপাচার্য বলেন, ‘আমরা চলমান প্রজেক্টে অনেকগুলো ভবন নির্মাণ করবো। আশা করি তাতে সামনের দিনে স্পেস সমস্যা থাকবে না।’

লাইব্রেরি পরিদর্শনকালে শাহপরান হলের প্রভোস্ট ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত