রাবি প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:২৭

রাবিতে একমঞ্চে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উৎসব শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক আয়োজনে বাংলা সাহিত্যেও দুই পুরোধা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় রাবি'র শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

টিএসসিসি'র পরিচালক অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

ওইদিন সন্ধ্যা ৭টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সংগীতানুষ্ঠান শুরু হবে। এতে সংগীত পরিবেশন করবেন বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নজরুল সংগীত শিল্পী বিপুল কুমার।

আপনার মন্তব্য

আলোচিত