১৯ ফেব্রুয়ারি , ২০২০ ১৫:৪০
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) তেলিহাওরস্থ ক্যাম্পাসে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফ্রি-ডেন্টাল ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দাঁতের বিভিন্ন রোগের চেকআপ ও ফ্রি ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই ফ্রি-ডেন্টাল ক্যাম্পে দাঁতের বিভিন্ন রোগের জন্য চিকিৎসা সেবা গ্রহণ করেন।
২০ মার্চ ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে আয়োজিত এই ফ্রি-ডেন্টাল ক্যাম্পে হলিসাইড ডেন্টাল কেয়ার, সিলেট এর চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেন।
ফ্রি-ডেন্টাল ক্যাম্পের স্পন্সর ছিল পেপসোডেন্ট এবং বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল।
আপনার মন্তব্য