২১ ফেব্রুয়ারি , ২০২০ ২২:০৩
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদ স্মরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। শহিদ মিনারের পুস্পসÍবক অর্পণের পর শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল সোয়া দশটায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদ’র সভাপতিত্বে ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদের সম্পাদক মো: তৌফিক এজদানী চৌধুরীর স্বাগত বক্তব্যের পর আলোচনা সভায় ‘ভাষা আন্দোলনের পটভূমি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক ড. মো: হাবীবুর রহমান।
প্রবন্ধের উপর আলোচনা করেন উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খুরশীদ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: ফরিদ আহমেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো: শওকত হোসেন, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদা আলম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রণব কান্তি তালুকদার প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. সালেহ আহমদ বলেন, ‘যে ভাষার জন্য আমাদের অগ্রজরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করেন নি; সেই ভাষার যথাযথ ব্যবহার আমাদের করতে হবে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। একুশে ফেব্রুয়ারি ছিলো সকল আন্দোলন সংগ্রামের সুতিকাগার। একুশের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা একাত্তরে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি।’
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মোছাম্মৎ জেবিন আক্তার ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুল বাসিত।
আপনার মন্তব্য