শাবি প্রতিনিধি

০৯ মার্চ, ২০২০ ১৮:৪০

ল্যাবে কাজ করতে গিয়ে শাবির দুই শিক্ষার্থী আহত

ল্যাবে কাজ করতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি এর চতুর্থ তলায় ল্যাবের ওটোক্লাব মেশিনে কাজ করার সময় অসতর্ক অবস্থায় দুই শিক্ষার্থীর শরীরে এসে মেশিনের গরম পানি ছিটকে পড়ে। এতে তাদের শরীর দগ্ধ হয়।

আহতরা হলেন ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল নাছিম এবং মো. তাহমিদুল করিম। তারা ল্যাবের কাজ করার সময় হঠাৎ ওটোক্লাব মেশিন থেকে গরম পানি এসে তাদের শরীরে পড়ে। এতে একজনের হাত ও অন্যজনের পাকস্থলীর নিচের অংশ ও দুই হাত পুড়ে যায়।

এবিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, আহত অবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে ড্রেসিং করা হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ওটোক্লাব মেশিন শীতল হলে সেটি খুলতে হয়। তবে মেশিনের তাপমাত্রা বেশি থাকা অবস্থায় তারা মেশিনটি খুলেছে তাই ঘটনাটি ঘটেছে।

আপনার মন্তব্য

আলোচিত